Wednesday, 31 October 2018

।। কবিতা আশ্রম অনলাইন ।। নভেম্বর সংখ্যা ।। ২০১৮ ।। ( দ্বিতীয় সংখ্যা ) ।।


কথা

আমাদের উঠোন জুড়ে শ্যামাকার্তিক। হৃদয়ে অনন্ত আতসবাজি নিয়ে স্বপ্নগম্বুজে পাগল হওয়া আরও একবার। ভূতচতুর্দশীর নিশিআলোস্নানে আমরা ফের মেতে উঠব বুঝি-বা। ভূত-ই সত্য তবে? কবির নশ্বর দেহ পঞ্চভূতে মিলিয়ে যাবার পর কি অতল থেকে জেগে ওঠে না তাঁর অমৃত কণ্ঠস্বর? ভবিষ্যৎ কি লুকিয়ে নেই সেইসব কণ্ঠে? কবি নিত্য মালাকারও আমাদের ছেড়ে পঞ্চভূতের দেশে বিলীন হয়ে গেলেন, তবু জেগে রইল তাঁর অমৃত কণ্ঠ, “যাকে জড়িয়ে ধরেছিলাম সে আর যাইহোক আমার অর্জন নয়” (‘বিগ্রহ’/ নিত্য মালাকার’)। ‘অর্জন নয়’ বলেই বোধহয় আমাদের ‘জড়িয়ে’ ধরার মায়া থেকে চলে যেতে হয়। জন্মের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে তাই ক্ষোভ দানা বাঁধে। তাই বুঝি ফের কণ্ঠ বাজে, “ক্ষোভ গভীর হোক, ক্রমশ নির্মিত হোক সেই সে স্ফটিকবিন্দু যাকে তুমি/ কিছুতেই মৃত্যুময় কোনো শব্দে ধরতে চেয়ে মূঢ়তায় রক্তিম হবে না।” ( ‘বিগ্রহ’/ নিত্য মালাকার)। অনন্ত কবিতার কাছে নত হয়ে বলব, হে কবিকণ্ঠ, আমরাও যেন ধীরে-ধীরে নির্মাণ করতে শিখি সেই ‘স্ফটিকবিন্দু’, যাকে ধরতে চাওয়ার মূঢ়তায় যেন কিছুতেই ছুঁয়ে না-ফেলে কোনও মৃত্যুশব্দ।



সূচি


সাক্ষাৎকার: কবিতা আশ্রম-এর নেওয়া নিত্য মালাকারের সাক্ষাৎকার
গদ্য-১: রাখা রয়েছে মেঘ যখন যেমন চাই(প্রসঙ্গ: নিত্য মালাকার):রিমি দে 
 গদ্য-২: চিতাবাঘের ডাকে ঘুম ভেঙে যেত (প্রসঙ্গ: যামিনী রায়): সুদীপ বসু
বই উৎসব: কতবার ভেবেছি পুনর্বার জেগে উঠি: পাঠক সেনগুপ্ত
ছোটগল্প: ঘোড়া: অমিতকুমার বিশ্বাস



কবিতা আশ্রম অনলাইন ( ব্লগজিন )-এর কার্যকরী সম্পাদক: তমাল বন্দ্যোপাধ্যায়  


শিল্পী:চন্দন মিশ্র 


No comments:

Post a Comment

।। কবিতা আশ্রম ব্লগজিন ।। তৃতীয় সংখ্যা ।। ডিসেম্বর ২০১৮ ।।

শিল্পী: চন্দন মিশ্র                                                           কথা    ফের নকশিকাঁথার ভাঁজ খুলে মাঠে-মাঠে অঘ...