শিল্পী: চন্দন মিশ্র |
- কথা
- ফের নকশিকাঁথার ভাঁজ খুলে মাঠে-মাঠে অঘ্রান ঝরে তালখেজুরের ’পর। গোধূলিকুয়াশার ভিতর দাঁড়িয়ে থাকে আবহমান বাংলার জাদুবাস্তবতা। এভাবে কুয়াশা ঝরছে ঝরুক, কেবল ধোঁয়াশায় ভীত হই খুব। ধোঁয়াশা এখন বড়ই ছোঁয়াচে, সংক্রামক। ভালবাসা কথাটি সেখানে বোবাশিশু যেন। তবু এই ভালবাসা-ই আমাদের স্তোত্র, আমাদের বিশ্বাস ও ভরসা। ভালবাসা-ই পানি, ভালবাসা-ই জল। অথচ জল দূষিত হয়। গঙ্গাও হেরে যায় ধোঁয়াশার কাছে। কিন্তু নদী হেরে গেলে মানুষ হেরে যায়, সভ্যতাও হারে। শুরু হয় ধোঁয়াশার গণসংক্রমণ। নেমে আসে ‘অদ্ভুত আঁধার’। রেবিস-ট্রামগুলো ছুটতে থাকে বুকের উপর শুধু। আমরা সে-ট্রাম সরিয়ে-সরিয়ে আজও খুঁজে বেড়াই ভালবাসার লোহিতকণিকা। এই অন্বেষণের খাঁজে-খাঁজে মায়ের আঙুলস্পর্শ যাপন খুলে বুনি এক নকশিকাঁথা ফের। বিশ্বাস---সাজুও বুনবে ফের, রুপাইও আসবে অনেকদিন পর অঘ্রানের মাঠে-মাঠে, নালি-গড়ানো কুয়াশারসের নীচে।
- সূচি
- [ নীচের সূচিতে ক্লিক করে মূল লেখা পড়ে ফেলুন]
- ।। তরুণ কবির আলো-১: চন্দন দাস ।।
- ।। তরুণ কবির আলো-২ ।। কনক মণ্ডল ।।
- ।। জয়দেব বাউরীর চারটি কবিতা ।।
- ।। কবিতা: অর্পিতা কুন্ডু ।।
- ।। দীর্ঘ কবিতা: বঙ্কিম লেট ।।
- ।। সঙ্ঘমিত্রা হালদারের তিনটি কবিতা ।।
- ।। গল্প: হলুদ অ্যালবামে নিহত নীল: সন্মাত্রানন্দ ।।...
- ।। বই উৎসব-১: ধ্যানের নিবিড় ভেঙে: পাঠক সেনগুপ্ত ।।...
- ।। বই উৎসব-১: সময়ের স্রোতেই ভেসে যায় ‘মুয়ূরপঙখী ন...
- ।। সবুজ ধারাবাহিক-১: কেউ: গাছবন্ধু ।।
- ----------------
- ।। কবিতা আশ্রম ব্লগজিনের কার্যকরী সম্পাদক: তমাল বন্দ্যোপাধ্যায় ।।
।। প্রচ্ছদ: চন্দন মিশ্র ।।
।। এই সংখ্যায় ব্যবহৃত ছবি: চন্দন মিশ্র ও মণিশঙ্কর ।।
No comments:
Post a Comment