নেই
ছড়ানো মেঘের কাছে পা’দুটি ছড়িয়ে বসে আছ
ডাকি যে, এমন ডানা নেই
পাশে বসি, নেই এমন কপোল ভেজানো জলধারা
সারা পাড়া বুঁদ হয়ে আছে, নিরালায়
সেলাই মেশিন থেকে টুপটুপ হাওয়া ঝরে
তুলে নিয়ে যায় কার চিঠি...
ডাকি যে, এমন গান নেই
নৌকোর গলুইয়ে নেই হৃদয়-চোঁয়ানো, লাল বিরহপতাকা
শুধু দূর থেকে চেয়ে দেখি, চলে যাচ্ছ
আমার হাতের খুঁটে দশ বছরের বাঁধা হাত
ডাকি যে, এমন কোন জীবন দাঁড়িয়ে নেই
এ
জীবনে আর...
( একটি অনুরোধ, পঙ্ক্তিগুলো ভেঙে যাচ্ছে মনে হলে আপনার স্মার্টফোনটি আড়াআড়ি করে পড়বেন। ল্যাপে বা ডেস্কটপে এই অসুবিধা হবে না। কবিতাগুলো কেমন লাগল? মতামত দেবেন, এইটুকু চাইছি।)
শিল্পী: মণিশঙ্কর |
No comments:
Post a Comment