Friday, 3 August 2018

।। উপেক্ষিত আপেক্ষিক শব্দগুলি দূর দ্বীপে চলে গেছে: আদিত্য মুখোপাধ্যায় ।।



আদিত্য মুখোপাধ্যায়





বই উৎসব

ফুলমণি সুপলের স্মৃতি আর গোধূলি গ্রামের হারানো কথাচিত্র দিয়ে ভরা পনেরোটি কবিতা বই-এর নির্বাচিত ‘শ্রেষ্ট কবিতা’ (একুশ শতক, কলকাতা, ২৫০ টাকা) আদিত্য মুখোপাধ্যায়ের প্রায় চার দশকের কবিতা-সাধনার দলিল। সেই কবে চার দশক আগে কবি বলেছেন, ‘বিশ্বাসের যুগ নয় হে রাজন! বহুদিন অভিধান হতে/ উপেক্ষিত আপেক্ষিক শব্দগুলি দূর দ্বীপে চলে গেছে/ নির্বাসনে।’ আজও সেই ছবির কাছে একই ভাবে বসে আছি আমরা।
একুশ শতক, কলকাতা, ২৫০ টাকা

 কেবল বদলে গেছে বসতবাটি, গ্রাম জনপদ, বর্ষাপাখি, লাবণ্যলতা... তার ‘স্বপ্নের আকাশে ভাসে গাছেদের ছায়া’ আর দূর দিগন্তে দিকবধূদের ডাক শুনতে শুনতে কবি পদ্ম-শালুক তুলে চলেছেন। একজীবনের এই আশ্রয়, এই স্বপ্ন, এই পাতার-ফাঁক গলে মুখে এসে লাগা ভোরের প্রথম রোদ্দুর তাঁর কবিতার সমস্ত জুড়ে। কবি সেই রোদ্দুর ছড়িয়ে দিলেন, আর ‘ছায়াটি তোমার বুক জুড়ে জেগে আছে।’
----‘আমাকে মুছে দাও, অবহেলায়...’/ পাঠক সেনগুপ্ত / কবিতা আশ্রম (মুদ্রিত)/ জুন ২০১৮

অলংকরণ:মণিশঙ্কর



No comments:

Post a Comment

।। কবিতা আশ্রম ব্লগজিন ।। তৃতীয় সংখ্যা ।। ডিসেম্বর ২০১৮ ।।

শিল্পী: চন্দন মিশ্র                                                           কথা    ফের নকশিকাঁথার ভাঁজ খুলে মাঠে-মাঠে অঘ...