আদিত্য মুখোপাধ্যায় |
বই উৎসব
ফুলমণি
সুপলের স্মৃতি আর গোধূলি গ্রামের হারানো কথাচিত্র দিয়ে ভরা পনেরোটি কবিতা বই-এর
নির্বাচিত ‘শ্রেষ্ট কবিতা’ (একুশ শতক, কলকাতা, ২৫০ টাকা) আদিত্য মুখোপাধ্যায়ের
প্রায় চার দশকের কবিতা-সাধনার দলিল। সেই কবে চার দশক আগে কবি বলেছেন, ‘বিশ্বাসের
যুগ নয় হে রাজন! বহুদিন অভিধান হতে/ উপেক্ষিত আপেক্ষিক শব্দগুলি দূর দ্বীপে চলে
গেছে/ নির্বাসনে।’ আজও সেই ছবির কাছে একই ভাবে বসে আছি আমরা।
একুশ শতক, কলকাতা, ২৫০ টাকা |
কেবল বদলে গেছে
বসতবাটি, গ্রাম জনপদ, বর্ষাপাখি, লাবণ্যলতা... তার ‘স্বপ্নের আকাশে ভাসে গাছেদের
ছায়া’ আর দূর দিগন্তে দিকবধূদের ডাক শুনতে শুনতে কবি পদ্ম-শালুক তুলে চলেছেন।
একজীবনের এই আশ্রয়, এই স্বপ্ন, এই পাতার-ফাঁক গলে মুখে এসে লাগা ভোরের প্রথম
রোদ্দুর তাঁর কবিতার সমস্ত জুড়ে। কবি সেই রোদ্দুর ছড়িয়ে দিলেন, আর ‘ছায়াটি তোমার
বুক জুড়ে জেগে আছে।’
----‘আমাকে মুছে দাও, অবহেলায়...’/ পাঠক সেনগুপ্ত / কবিতা আশ্রম (মুদ্রিত)/ জুন ২০১৮
অলংকরণ:মণিশঙ্কর |
No comments:
Post a Comment