অভিমন্যু মাহাত |
বই উৎসব
‘আমাদের
অস্থিরতায় একটিই জোঁক/ সন্তর্পণে ছুঁয়ে আছে পতঙ্গের ন্যায়।’ শুধু সেই অস্থিরতার
পাশে শান্ত বসে আমাদের আর গায়ে মেঘ মাখা হল না। জানা হল না, কেন ভুবনডাঙায় নষ্ট
হয়ে যাচ্ছে সন্ধ্যের তারাটি। কী সেই সন্দেহ, কী সেই অস্থিরতা। একজীবনে সেই নীরব
সন্ধ্যাতারাটির নিকটে যাওয়া তো দূর, ভাবলে অগাধ জলে আমাদের এই সামান্য জীবন ভেসে
যাচ্ছে। আর অভিমন্যু মাহাত এইসব শহুরে আয়োজনের দূরে বসে ভেজা উনুনে ফুঁ দিতে-দিতে
দেখছেন এমন নিদাঘদিনে কেউ একটুও কাছে আসেনি, কেউ আড়ালে ওড়াচ্ছে না চুম্বন।
আদম, নদীয়া, ১০০ টাকা |
টেরাকোটার মন্দিরে কেঁদে ওঠা বিষ্ণূপুরের মৎস্যপুরাণের ছবি আঁকতে-আঁকতে একমনে
তন্ময় কবিকে আমিও দেখছি ‘খিলিপান’ (আদম, নদীয়া, ১০০ টাকা) মুখে দিয়ে হেঁটে চলেছেন
সুবর্ণরেখার দিকে। এই শহরের গোপনকথা একা শুনবেন বলে কবি অপেক্ষায় আছেন। ‘যেদিন
নীরব হবে সব, জলাধার শুকিয়ে যাবে’, আমাদের বরষার নীচে ‘ওই যে নিরুদ্দিষ্ট লাউতন
হাওয়া!’ সেখানে কি একটা আয়োজন পেতে পারি যেখানে দেখব স্নিগ্ধ ‘উড়ে যায় দুধপিঠে,
দাঁত মাজে শালিখগ্রাম’? অভিমন্যু, আমরা অপেক্ষায় থাকলাম।
----‘আমাকে মুছে দাও, অবহেলায়...’/ পাঠক সেনগুপ্ত / কবিতা আশ্রম (মুদ্রিত)/ জুন ২০১৮
অলংকরণ:মণিশঙ্কর |
No comments:
Post a Comment