Friday, 3 August 2018

।।‘শূন্যের কাছে স্বীকারোক্তি’-র কবিতাগুলি প্রধানত স্বীকারোক্তিমূলক: প্রমিতা ভৌমিক ।।


প্রমিতা ভৌমিক 




আলাপন

কবিতা আশ্রম: আপনার কবিতা-যাপন কত দিনের?
প্রমিতা ভৌমিক: স্কুলে পড়াকালীন খুব ছোট থেকেই কবিতা লেখার সূচনা। প্রথম কবিতা প্রকাশিত হয় ষোলো বছর বয়সে। 


কবিতা আশ্রম: কবিতা লিখতে আসা কেন?
প্রমিতা ভৌমিক:নিজেকে প্রকাশ করার জন্য, জীবনকে প্রকাশ করার জন্য, যাপনকে প্রকাশ করার জন্য। তবে এ-প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর দেওয়া যে-কোনো কবির পক্ষেই কঠিন বলে মনে হয় আমার।


কবিতা আশ্রম:এই বইটি সম্বন্ধে কিছু কথা পাঠকদের উদ্দেশে বলুন।
প্রমিতা ভৌমিক:‘শূন্যের কাছে স্বীকারোক্তি’ কবিতার বইয়ের কবিতাগুলি প্রধানত স্বীকারোক্তিমূলক। তার ভেতরে আছে জীবনের কিছু মৌলিক উপলব্ধি, আছে সম্পর্কের বহুবিধ মাত্রা।


কবিতা আশ্রম: আবহমান বাংলা কবিতায় আপনার বইটি নতুন কী দেবে?
প্রমিতা ভৌমিক: এর উত্তর সময় দিতে পারবে। 



হাওয়াকল, নিমতা, ১৫০ টাকা






বই উৎসব

“নিজের অনেক ইচ্ছে-অনিচ্ছেকে সরিয়ে রেখে কেবল সত্যির মুখোমুখি বসে আপনি আসলে কী চাইছেন? নীরব তাকিয়ে দেখুন, সেইসব চাওয়া আশেপাশে সবার সংসারের ভেতরেই জ্বলছে। বিষণ্ণ, একা আপনি ভাবছেন আপনিই একা। আসলে, সবাই এরকমই। সবাই নীরবে নিজের সঙ্গে বলে চলেছে, ‘একটা আত্মহত্যার ইচ্ছা/ আমাকে ফেরত পাঠায় দিনের আলোয়,/ আমি স্নেহ লিখে রাখি।’ কবি প্রমিতা ভৌমিকের ‘শূন্যের কাছে স্বীকারোক্তি’ (হাওয়াকল, নিমতা, ১৫০ টাকা) এরকম সব মনখারাপ করে দেওয়া গভীর বিশ্বাসের সাজানো অক্ষর। পুরোনো সম্পর্কের শান্ত অসময়ে কীভাবে সকল ঋতুর পাশে একটা নতুন কবিতা বেড়ে উঠছে আমাদের খোলা চোখের সামনে, হে পাঠক, তাকিয়ে দেখুন, ‘এক কবিতা থেকে আরে কবিতার দ্বিকে/ চেয়ে উবু হয়ে বসে আছে/ সহজ সকাল’।”
-------‘আমাকে মুছে দাও, অবহেলায়...’/ পাঠক সেনগুপ্ত / কবিতা আশ্রম (মুদ্রিত)/ জুন ২০১৮


অলংকরণ:মণিশঙ্কর 






No comments:

Post a Comment

।। কবিতা আশ্রম ব্লগজিন ।। তৃতীয় সংখ্যা ।। ডিসেম্বর ২০১৮ ।।

শিল্পী: চন্দন মিশ্র                                                           কথা    ফের নকশিকাঁথার ভাঁজ খুলে মাঠে-মাঠে অঘ...