Friday, 3 August 2018

।। কিছু শব্দ সাজিয়ে সমসময় আর অতীত-ভবিষ্যতের মাঝে একটা সেতু রচনার চেষ্টা করি: রণদেব দাশগুপ্ত ।।



রণদেব দাশগুপ্ত 



আলাপন

কবিতা আশ্রম: আপনার কবিতা-যাপন কতদিনের?
রণদেব দাশগুপ্ত: আমি লেখালেখির সঙ্গে যুক্ত আছি গত সাঁইত্রিশ বছর।

কবিতা আশ্রম: কবিতা লিখতে আসা কেন?
রণদেব দাশগুপ্ত: আমার কাছে কবিতা একটি মাধ্যম মানুষের কাছে পৌঁছোনোর। নিজের কিছু ভাবনা  বার্তা পাঠকের দরবারে পৌঁছে দেওয়া  তাকে কিছুটা ভাবানো----এভাবেই আমার কবিতাকে আমি দেখি 

কবিতা আশ্রম: এই বইটি সম্বন্ধে কিছু কথা পাঠকদের উদ্দেশে বলুন।
রণদেব দাশগুপ্ত: ‘অন্ধকারের গম্বুজ’ আমার ষষ্ঠ কবিতাবই।  বইয়ে আমি অনুচ্চকিত স্বরে পাঠকদের হাত ধরতে চেয়েছি। কিছু একান্ত অনুভব, কিছু গাঢ় সময়ের কথা আমি ভাগ করে নিতে চেয়েছি পাঠকদের সঙ্গে।

কবিতা আশ্রম: আবহমান বাংলা কবিতায় আপনার বইটি নতুন কী দেবে?
রণদেব দাশগুপ্ত: আবহমান বাংলা কবিতা অনেক বড় একটা ব্যাপার। আমি আমার মতো করে কিছু শব্দ সাজিয়ে সমসময় আর অতীত-ভবিষ্যতের মাঝে একটা সেতু রচনার চেষ্টা করি। আবহমান বাংলা কবিতাকে আমার এই প্রয়াস কিছু দেবে কি না সে তো পাঠকেরা বলবেন। সময় আমার কবিতাকে ধরে রাখবে কি না তার উত্তর তো আগামীর গর্ভে।



অসময় প্রকাশনী, অশোকনগর, ৮০ টাকা






বই উৎসব

আমাদের চারপাশে গুপ্তহত্যার মতো নীল আলো জ্বলে। ‘মাঝে মাঝে একটা খোলসের ভিতরে/ ঢুকে যেতে বেশ লাগে।’ আমাদের চোখের সামনে ‘কুয়োতলা জুড়ে জেগে উঠছে স্মার্ট সিটি হাতে থাকছে শ্মশান বানানো’। কিন্তু তাতে কবির কী? তিনি তো কবিতা লিখতে জানেন। রণদেব দাশগুপ্ত’র ‘অন্ধকারের গম্বুজ’ (অসময় প্রকাশনী, অশোকনগর, ৮০ টাকা) অবশ্য সেই উদাসীন কবিতা-আশ্রয়ী জীবনের ছবি আঁকে না। ‘এমন সহজ ছন্দে নয়, তোমাকে তো আরও বেশি/ কঠিন পরীক্ষা দিতে হবে।’ কবির বিশ্বাস, ‘যা কিছু লিখেছি আজ/সবই জানি মুদ্রণপ্রমাদ।’ কবিতাকে তাই কবি নীরব করে দিতে চান। এই অসময়ে কেবল ভাবেন, ‘সমস্ত শরীরে কি বুঝতে পারব কবিতার ঢেউ?’ আর সংশয়ের এমন প্রহরে কেবল মানুষের জন্য রণদেব চেয়েছেন, ‘এই জন্ম কাঁটাহীন হোক।
----‘আমাকে মুছে দাও, অবহেলায়...’/ পাঠক সেনগুপ্ত / কবিতা আশ্রম (মুদ্রিত)/ জুন ২০১৮


অলংকরণ:মণিশঙ্কর




No comments:

Post a Comment

।। কবিতা আশ্রম ব্লগজিন ।। তৃতীয় সংখ্যা ।। ডিসেম্বর ২০১৮ ।।

শিল্পী: চন্দন মিশ্র                                                           কথা    ফের নকশিকাঁথার ভাঁজ খুলে মাঠে-মাঠে অঘ...